News71.com
 Bangladesh
 21 Aug 20, 12:53 PM
 909           
 0
 21 Aug 20, 12:53 PM

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ১॥  

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ১॥   

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৩২) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ সিপিসি ১ এর সদস্যরা। আজ শুক্রবার সকাল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তুল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তুলের গুলি ও ১ হাজার ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কিছুদিন ধরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বাসস্ট্যান্ড এলাকায় জনৈক সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ সিপিসি ১ এর কোম্পানী কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে উপরোক্ত মালামালসহ গ্রেফতার করে। তিনি আরও জানান, এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন