News71.com
 Bangladesh
 17 Aug 20, 07:47 PM
 885           
 0
 17 Aug 20, 07:47 PM

উন্নতমানের নির্মাণ সামগ্রী দিতে বলায় রাজশাহীতে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার॥

উন্নতমানের নির্মাণ সামগ্রী দিতে বলায় রাজশাহীতে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার॥

নিউজ ডেস্কঃ নির্মাণ সামগ্রীর মান খারাপ থাকায় কাজ বন্ধ করে উন্নতমানের সামগ্রী দেয়ার নির্দেশ প্রদান করায় রাজশাহী গণপূর্ত কার্যালয়ের এক প্রকৌশলীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন ঠিকাদার ও তার সহযোগী ম্যানেজার। এ সময় ওই প্রকৌশলীর কক্ষের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজাদি ক্ষতি করে তারা।ঘটনার সময় গণপূর্ত কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও তার সহযোগীকে বাধা দেন এবং তাদের আটক করে পুলিশে খবর দেয়।আহত উপ সহকারী প্রকৌশলীর নাম দেলোয়ার হোসেন (২৮)। তিনি রাজশাহী গণপূর্ত বিভাগ-২ কার্যালয়ে কর্মরত আছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান লিটন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা শাহাবুল মঞ্জুর লিটন (৩১) এবং তার ব্যবস্থাপক নগরীর উপকণ্ঠ চক কাপাসিয়ার বাসিন্দা আতিকুর রহমানকে (৩২) আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন