News71.com
 Bangladesh
 09 Jun 20, 09:54 PM
 861           
 0
 09 Jun 20, 09:54 PM

বগুড়ায় নকল জুস কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা॥  

বগুড়ায় নকল জুস কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা॥   

নিউজ ডেস্কঃ বগুড়ায় অবৈধভাবে ম্যাংগো জুস তৈরি, বিএসটিআইয়ের ভুয়া লোগা ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেডকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (০৯ জুন) দুপুর সোয়া ৩টার দিকে সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এটি এম কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদরের বিসিক এলাকায় সেলিম রেজা ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেডে দীর্ঘদিন ধরে প্রিয় ফ্রুটিক্স নকল ম্যাংগো জুস উৎপাদন করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চাললে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করলেও এর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সেলিম রেজা ।

তিনি বলেন, নকল ম্যাংগো জুস তৈরি ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং তথ্য গোপনের অপরাধে বিএসটিআইয়ের আইনের ১৫ ও ৩০ ধারায় ড্রাগন ফুড অ্যাড বেভারেজ বাংলাদেশ লিমিটেডের মালিক সেলিম রেজাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারখানায় উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ, বগুড়ার বিসিকের শিল্প নগরী কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলীসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন