News71.com
 Bangladesh
 07 Jun 20, 10:25 AM
 1000           
 0
 07 Jun 20, 10:25 AM

পাবনায় পৃথক ঘটনায় ৩ জনকে গুলি ও কুপিয়ে হত্যা॥আটক ৩  

পাবনায় পৃথক ঘটনায় ৩ জনকে গুলি ও কুপিয়ে হত্যা॥আটক ৩   

নিউজ ডেস্কঃ শহরের দিলালপুরে ট্রিপল মাডারের রেশ কাটতে না কাটতেই সদর উপজেলায় পৃথক ঘটনায় পাবনার ভাঁড়ারায় বৃদ্ধকে গুলি ও আতাইকুলায় এক ব্যাক্তিকে কুপিয়ে এবং ঈশ্বরদীতে অপর একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার এই তিন হত্যাকাণ্ড হয়েছে। নিহতরা হলেন- আতাইকুলা থানার মধুপুর পদ্মবিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০), ভাড়ারা খা পাড়ার মৃত কালু খার ছেলে হুকুম আলী খা (৭০) ও ঈশ্বরদীর রূপপুররে জগিাতলায় জহুরুল ইসলাম (৪০)। পাবনা সদর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। তবে রাতেই পদ্মবিলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন পুলিশ ।

এদিকে শনিবার দুপুরে জেলার ঈশ্বরদীর রূপপুররে জিগাতলায় জহুরুল ইসলাম (৪০) নামরে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ মরদহে উদ্ধার করেছে। কে বা কারা দুপুররে কোনো এক সময় হত্যার পর এ্যাম্বুলেন্সে করে তার নিজ বাড়িতে লাশটি রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। তার গলায় ও শরীরে বেশ কয়েকটি আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন