নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে প্রতিবছর অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান উৎসব। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর গঙ্গা স্নান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে গঙ্গা স্নান আশ্রম কমিটি। বুধবার কানসাট গঙ্গা স্নান আশ্রম কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ (১ জুন ২০২০ খ্রিষ্টাব্দ) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মহা পূণ্যভূমি কানসাট গঙ্গা স্নানের সব কার্যক্রম মহামারি করোনাভাইরাসের জন্য বন্ধ থাকবে। অতএব আপনারা নিজ-নিজ এলাকায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখুন ও করোনাভাইরাস থেকে মুক্ত থাকুন। মনে রাখবেন আমাদের সবার সচেতনতাই পারে করোনা নামক শত্রুকে প্রতিরোধ করতে।