News71.com
 Bangladesh
 27 May 20, 07:36 PM
 1014           
 0
 27 May 20, 07:36 PM

কাজিপুরে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার॥

কাজিপুরে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কাজিপুরে এক নারী ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) সকালে ও দুপুরে পৌর এলাকার বেরিপোটল এবং সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- বেরিপোটল গ্রামের করিম বক্সের স্ত্রী সামনা বেগম (৬২) ও স্থলবাড়ী গ্রামের শহীদ সরকারের ছেলে শিপন সরকার। কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, দুপুরে বেরিপোটল গ্রামের নিজ বাড়ি থেকে সামনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বলে স্বজনেরা দাবি করেছে।এর আগে, ভোরে স্থলবাড়ি গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় শিপন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এসআই মতিন বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন