News71.com
 Bangladesh
 27 May 20, 10:37 AM
 990           
 0
 27 May 20, 10:37 AM

রাজশাহীতে হঠাৎ ঝড়-বৃষ্টি॥দেয়ালচাপায় প্রাণ গেল নারীর

রাজশাহীতে হঠাৎ ঝড়-বৃষ্টি॥দেয়ালচাপায় প্রাণ গেল নারীর

নিউজ ডেস্কঃ রাজশাহীর ওপর দিয়ে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় ঝড় বয়ে গেছে। ঝড়ের সময় মহানগর এলাকায় বাতাসের গতিবেগ কম ছিল। এখানে দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টি হয়েছে। তবে আশপাশের উপজেলায় ঝড় বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে পড়ে জেলার গোদাগাড়ীতে ভেঙে পড়া মাটির দেয়ালচাপায় জাহানারা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।নিহত জাহানারা বেগম একজন গৃহিণী। তিনি গোদাগাড়ী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।পরিবারের সদস্যরা জানান, হঠাৎ ঝড় শুরু হলে দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে অবস্থান করছিলেন জাহানারা। এসময় হঠাৎ ঘরের মাটির দেয়াল ভেঙে তার গায়ের ওপর পড়ে।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় জাহানারার দুই সন্তান হতাহত হয়নি।

গতকাল বিকেলে রাজশাহী জেলার অন্যান্য স্থানে ঝড় উঠলেও মহানগর এলাকায় বাতাসের গতিবেগ কম ছিল। তাই এটিকে ঝড় বলছে না আবহাওয়া অফিস। তবে একইসময় রাজশাহী শহরের ওপর দিয়ে দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টি হয়েছে।রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র বলেন, সন্ধ্যায় ঝড়ের সময় মহানগর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায়সহ বৃষ্টি চলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট পর্যন্ত। এসময় রাজশাহীতে ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।রাজশাহীতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ এবং সন্ধ্যায় ৬টায় ছিল ৮৩ শতাংশ। তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসের আদ্রতা ছিল বেশি। এজন্য সারাদিনই ভ্যাপসা গরম অনুভূত হয়েছে বলেও জানান আবহাওয়া অফিসের এ জ্যেষ্ঠ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন