নিউজ ডেস্কঃ বগুড়ায় ফিরোজ (৩২) নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মিমো (৩০) ও ইমরান (২৮) নামের আরও দু'জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফিরোজ বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি চকসুত্রাপুর চাপড়পাড়া মহল্লার ফজলার রহমানের ছেলে। যুবলীগ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, 'কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি। যেহেতু দিনেরবেলায় এ হামলার ঘটনা ঘটেছে ফলে পুলিশ তদন্তে হামলাকারীদের পরিচয় বেড়িয়ে আসবে।'