News71.com
 Bangladesh
 20 Mar 20, 10:19 PM
 839           
 0
 20 Mar 20, 10:19 PM

নওগাঁয় হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু ।।

নওগাঁয় হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু ।।

নিউজ ডেস্ক: নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই শিশুর স্বজন এবং হাসপাতালে অন্য রোগীসহ স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নবজাতকের পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকালে থানায় অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর থেকে ওই দুই নার্স পলাতক রয়েছেন। অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী প্রসুতী বানু বেগম ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন সন্ধ্যায় নওগাঁ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। এ সময় ওই ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র নার্স রোজিনা ও তানিয়া চিকিৎসকের পরামর্শে রাতে শিশুটিকে ফটোথেরাপি দেন। ফটোথেরাপির মেশিনটি একটি নির্দিষ্ট সময় পর খুলে দেওয়ার নিয়ম থাকলেও তা না করে নার্সরা তাদের নির্দিষ্ট কক্ষে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। মেশিনটি না খোলার কারণে একপর্যায়ে শিশুটির শরীর পুড়ে যেতে শুরু করে। শরীরের একাংশ কালো হতে থাকে। এই অবস্থা দেখে শিশুটির বাবা জহুরুল ইসলাম, নানী রওশন আরাসহ অন্য রোগীদের অভিভাবকরা রাত ৩টার দিকে কর্তব্যরত নার্সদের বিশ্রাম কক্ষে গিয়ে ডাকাডাকি শুর করেন। কিন্তু নার্সরা ঘুম থেকে না উঠে বদ্ধ কক্ষ থেকে ওই শিশুর অভিভাবকদের জানান- সকাল ৬টার আগে তারা ডিউটিতে যেতে পারবেন না। এই অবস্থায় রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নবজাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন