News71.com
 Bangladesh
 19 Mar 20, 01:27 PM
 845           
 0
 19 Mar 20, 01:27 PM

কলেজের নির্মাণাধীন গেট ভেঙে ৪ জন নিহতের ঘটনায় মামলা॥

কলেজের নির্মাণাধীন গেট ভেঙে ৪ জন নিহতের ঘটনায় মামলা॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে কলেজের নির্মাণাধীন গেট ভেঙে ৪ জন নিহতে ঘটনায় কলেজটির অধ্যক্ষকে অভিযুক্ত করে মামলা করেছেন ভুক্তভোগীদের পরিবার। অধ্যক্ষের বিচার দাবি করে এলাকাবাসী বলছেন, ঠিকাদার নিয়োগ না দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অধ্যক্ষ।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজারে শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের উপরের অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ৪ জন নিহত ও আহত হন ৬ জন। এলাকাবাসীর অভিযোগ, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না দিয়ে কলেজের অধ্যক্ষ নিজেই এ গেট নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু রডবিহীন নির্মাণ সামগ্রী ব্যবহার করাই এ দুর্ঘটনা ঘটে।তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, আমরা দেখেছি কোনো রড নেই। এটা অবহেলা ছাড়া আর কিছু নয়।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, এ ঘটনায় কারো কোন গাফেলতি ছিল কী না এবং দায়িত্ব নিরূপণের জন্য ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন