News71.com
 Bangladesh
 15 Jan 20, 06:58 PM
 872           
 0
 15 Jan 20, 06:58 PM

নওগাঁয় একরাতে ৭ সরকারি অফিসে চুরি॥

নওগাঁয় একরাতে ৭ সরকারি অফিসে চুরি॥

নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাটে একই রাতে সাতটি সরকারি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে রাতে নৈশ প্রহরী থাকার পরও কেন চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মঙ্গলবার স্ব-স্ব অফিসে কাজ শেষ করে অফিস বন্ধ করে কর্মকর্তারা বাসায় চলে যান। রাতের কোনো এক সময় চোরেরা উপজেলা চত্বরে অবস্থিত উপজেলা ভূমি অফিসের গ্রিল, হিসাবরক্ষণ অফিসের কেচি গেটের তালা, মৎস্য অফিসের দরজার ছিটকিনি কেটে, প্রাথমিক শিক্ষা অফিসের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের দরজার তিনটি ছিটকিনি কেটে এবং আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের দরজার কড়া ভেঙে কাগজপত্র তছনছ ও চুরি করে। 

 

উপজেলা ভূমি অফিসের আলমারি ভেঙে ১০ হাজার ৫০০ টাকা ও মৎস্য অফিসের ফাইল কেবিনেট ভেঙে ৩৫ হাজার টাকা চুরি করা হয়। সকালে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে এসে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গণপতি রায় বলেন, এত নিরাপত্তার মধ্য দিয়েও চুরির ঘটনা দুঃখজনক। যেখানে পুলিশ নিয়মিত টহল দেয় এবং সব সময় নিরাপত্তাকর্মী থাকে। নৈশ প্রহরীদের দায়িত্বে অবহেলা রয়েছে বলে মনে করছি। হয়তো তারা ঠিকমতো দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন