News71.com
 Bangladesh
 25 Nov 19, 01:05 PM
 993           
 0
 25 Nov 19, 01:05 PM

১১ দফা দাবিতে রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ।।

১১ দফা দাবিতে রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৫ নভেম্বর) মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে কাটাখালী জুটমিলের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন পাটকল শ্রমিকরা। এরপর শ্রমিকরা রাজশাহী জুটমিলের গেটে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ সামবেশ কর্মসূচি পালন করেন। এ সময় তারা জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি এফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি জানান। রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন