News71.com
 Bangladesh
 20 Nov 19, 12:56 PM
 879           
 0
 20 Nov 19, 12:56 PM

নওগাঁয় ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের কর্মবিরতি॥

নওগাঁয় ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের কর্মবিরতি॥

নিউজ ডেস্কঃ নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের দাবিতে নওগাঁয় কর্মবিরতি পালন করছেন ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকরা। বুধবার (২০ নভেম্বর) সকালে থেকে এ কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নওগাঁর চালকল সংশ্লিষ্টরা। নওগাঁ চালকল ব্যবসায়ীরা জানান, প্রতিদিন নওগাঁ থেকে চাল-ধানবোঝাই অন্তত দেড়শ ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে যায়। ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের কর্মবিরতির কারণে সেসব ধান-চাল এখন মোকামেই মজুদ থাকছে। ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান-চাল ব্যবসায়ীরা।

এ বিষয়ে নওগাঁর ট্রাকচালক তোফায়েল আহমেদ বলেন, সরকারের যে নতুন সড়ক পরিবহন আইন, এটা মেনে আমাদের গাড়ি চালানো সম্ভব না। আমাদের ঘরে যদি পাঁচ লাখ টাকা থাকতো তাহলে, আমার গাড়ি চালাতাম না, গাড়ির মালিক হতাম। নেতাদের কথায় নয়, আমরা নিজেরাই গাড়ি চালানো বন্ধ রেখেছি। নওগাঁ জেলা ট্রাক-লরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা সাবেদ আলী বলেন, কর্মবিরতি সম্পর্কে আমাদের কোনো সংগঠনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এ কর্মবিরতি শ্রমিকরা নিজেরাই করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন