News71.com
 Bangladesh
 14 Nov 19, 02:00 PM
 829           
 0
 14 Nov 19, 02:00 PM

নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন॥

নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন॥

নিউজ ডেস্কঃ নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার এক টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান সিদ্দীক এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মুনসুর লালপুর উপজেলার শোব ঠাকুরপাড়া এলাকার ঘুঘুর আলীর ছেলে। নাটোর জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ বাবা ঘুঘুর আলীর সঙ্গে বেগুন বিক্রির টাকা নিয়ে ছেলে মুনসুরের কথা কাটাকাটির শুরু হয়। এর একপর্যায়ে ওই সময়ই ছেলের শাবলের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বাবা ঘুঘুর আলীর। এ ঘটনায় ওইদিন ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে মুনসুরকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন