News71.com
 Bangladesh
 06 Nov 19, 08:28 PM
 861           
 0
 06 Nov 19, 08:28 PM

রাজশাহীতে রাতের আঁধারে দোকানের তালা ভেঙে ইলিশ চুরি॥

রাজশাহীতে রাতের আঁধারে দোকানের তালা ভেঙে ইলিশ চুরি॥

নিউজ ডেস্কঃ রাজশাহীতে রাতের আঁধারে তালা ভেঙে ইলিশ চুরির ঘটনা ঘটেছে। মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের পেছনের কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী অবদুস সাত্তারের দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতের কোনো এক সময় এই ইলিশ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি। বিক্রির জন্য মজুদকৃত চারমণ ইলিশ নিয়ে গেছে চোরেরা। ভুক্তভোগী আবদুস সত্তার জানান, তার দোকানে বিক্রির জন্য মঙ্গলবার মোট সাতমণ ইলিশ মজুদ করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। বুধবার (০৬ নভেম্বর) সকালে গিয়ে দেখেন তার দোকানের তালা নিচে ভেঙে পড়ে আছে। আর অন্য একটি তালা দোকানে লাগানো আছে। 

 

 

এ ঘটনায় কাঁচা বাজারের নৈশপ্রহরী আবদুর রশিদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানটির তালা ভাঙা দেখেন। দোকান খোলা থাকায় এ সময় তিনি নিজ উদ্যোগেই একটি তালা লাগিয়ে দেন। সব কথা শোনার পর সকালে তার কাছ থেকে চাবি নিয়ে দোকান খুলে দেখেন দোকানের সাতমণ ইলিশের মধ্যে চারমণ ইলিশই নেই! দোকান থেকে ইলিশ চুরির ঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করবেন বলেও জানান আব্দুস সাত্তার। তবে ইলিশ চুরির ঘটনাটি এখনও জানা নেই বলেন মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন। তিনি বলেন, ইলিশ চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন