News71.com
 Bangladesh
 28 Oct 19, 06:48 PM
 793           
 0
 28 Oct 19, 06:48 PM

দুদকের মামলায় বগুড়ার তুফানের জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ ।।

দুদকের মামলায় বগুড়ার তুফানের জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ ।।

নিউজ ডেস্কঃ বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় গ্রেফতার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বিরুদ্ধে দুদকের করা মামলায় জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। শুনানি শেষে সোমবার (২৮ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না; আর দুদকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এম এ আজিজ খান শুনানিতে অংশ নেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান। পরে আমিন উদ্দিন মানিক জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বগুড়ার বহিষ্কৃত সেই শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন না দিয়ে আবেদনটি উপস্থাপন হয়নি মর্মে নামঞ্জুর করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন