News71.com
 Bangladesh
 14 Oct 19, 01:30 PM
 762           
 0
 14 Oct 19, 01:30 PM

ফুসলিয়ে ছাত্রীকে নিয়ে পালানোর সময় ভারত সীমান্তে সহযোগিসহ গৃহশিক্ষক আটক॥

ফুসলিয়ে ছাত্রীকে নিয়ে পালানোর সময় ভারত সীমান্তে সহযোগিসহ গৃহশিক্ষক আটক॥

নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক স্কুলছাত্রীকে নিয়ে ভারতে পালানোর সময় প্রাইভেট শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) আটক শিক্ষকসহ দুই জনকে অপহরণ মামলায় আদালতে পাঠানো হয়। আটক দু’জন হলেন- নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের দাস গ্রামের উজ্জল কুমার (৩২) ও শিমলা গ্রামের চঞ্চল কুমার (৩০)। পুলিশ জানায়, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার (০৭ অক্টোবর) নন্দীগ্রাম উপজেলার কুন্দার হাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রাইভেট শিক্ষক উজ্জল কুমারের কাছে পড়তে গেলে সেখান থেকে উজ্জল কুমার ও তার সহযোগী চঞ্চল কুমার মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনিছুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন