News71.com
 Bangladesh
 12 Oct 19, 10:56 AM
 845           
 0
 12 Oct 19, 10:56 AM

পাবনায় দুই পরিবারের সংঘর্ষে ১১ গুলিবিদ্ধ॥আহত ২১

পাবনায় দুই পরিবারের সংঘর্ষে ১১ গুলিবিদ্ধ॥আহত ২১

নিউজ ডেস্কঃ পাবনা সদরের চর ঘোষপুর মধ্যপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় মালিথা ও মুন্সি পরিবারের মধ্যে সংঘর্ষে ১১ গুলিবিদ্ধসহ ২১ জন আহত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পাবনা সদর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১১ গুলিবিদ্ধসহ ২১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহম্মদ আলী মালিথার পরিবারের ছেলেরা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিল। এসময় প্রতিবেশী হাবিবুর মুন্সির ছেলেরা তাদের ফুটবল খেলতে বাধা দেয়। সে সময় ঘটনাটি মালিথা পরিবার মুন্সি পরিবারের অভিভাবকদের জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উভয় পরিবারের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। এসময় মুন্সি পরিবারের লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে মালিথা বাড়িতে হামলা চালায়।

ঘটনার বিষয়ে আহত শিশু সাহাবাজের বাবা আরিফুল ইসলাম বলেন, সামান্য ফুটবল খেলোকে কেন্দ্র করে এতো বড় কিছু ঘটবে আমরা ভাবতেই পারিনি। আমার শিশু বাচ্চা তাকেও গুলি করেছে সন্ত্রাসীরা। মুন্সি পরিবারের সদস্যরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলে না। এর আগেও তারা আমাদের পরিবারের সদস্যদের মারপিট করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, শুক্রবার সকালে পাবনা চরঘোষপুর এলাকায় বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে থানায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন