News71.com
 Bangladesh
 10 Oct 19, 06:37 PM
 874           
 0
 10 Oct 19, 06:37 PM

সিরাজগঞ্জে ডাকাত দলের ৮ সদস্য আটক ।।

সিরাজগঞ্জে ডাকাত দলের ৮ সদস্য আটক ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলার সদর উপজেলার সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাতী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, বরগুনা জেলার তরিকুল ইসলাম ওরফে সুমন, সোহেল, আল-আমিন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাফিজুল ইসলাম ওরফে আকাশ, নোয়াখালী জেলার আবু জাফর, নারায়গঞ্জ জেলার ইব্রাহীম হোসেন ও কুমিল্লা জেলার ইমরান হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, আটকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। ডাকাতি প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মিনি ট্রাক, ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন