নিউজ ডেস্কঃ বন্যার অজুহাতে হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে অন্য বন্দরের মতো সোনামসজিদ স্থলবন্দর দিয়েও বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। ফলে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলেও বন্দর সংলগ্ন অন্তত আটটি গুদামসহ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আড়ৎগুলোতে মজুদ রাখা হয়েছে পেঁয়াজ। স্থানীয়দের দাবি, প্রশাসন এসব আড়ৎগুলোতে অভিযান চালালেই দাম কমবে পেঁয়াজের। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দেশে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয় তার প্রায় ৪০ ভাগ আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। তবে সম্প্রতি ভারত হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি ও পরে রপ্তানি নিষিদ্ধ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, শুধু বন্দর এলাকার এক কিলোমিটারের মধ্যে অন্তত মজুদকৃত পেঁয়াজের আটটি বড় বড় গোডাউন রয়েছে। একই সঙ্গে শিবগঞ্জ ও সদরের আড়ৎগুলোতেও পেঁয়াজের মজুদ রয়েছে। তাই স্থানীয়দের দাবি মজুদদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন এখনই ব্যবস্থা নিলে বাজারগুলোতে পেঁয়াজের দাম কমবে। মঙ্গলবার সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামলে শহরে পেঁয়াজের মূল্য এক লাফে ১৫ টাকা কমে যায়। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট পেঁয়াজের দোকানগুলোকে অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সর্তক করে দেন।