নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। বৃহস্পতিবার ওই উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫৫ জন এবং অষ্টম ও দশম শ্রেণির ৪৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দেয়া হবে। এ সময় উপস্থিত থাকবেন সিরাজগঞ্জের ডিসি ড. ফারুক আহাম্মদ, খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান, পাট অধিদফতরের ডিজি মো. শামসুল আলম, বেলকুচির ইউএনও এস.এম সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, বেলকুচি থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা। ২০০১ সালে প্রতিষ্ঠিত অলাভজনক, কল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন দুটি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে সারাবছর বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সংগঠনটি।