News71.com
 Bangladesh
 29 Sep 19, 01:22 PM
 886           
 0
 29 Sep 19, 01:22 PM

রাজশাহীতে বিএনপির সমাবেশ আজ॥ জনসমাবেশ ঠেকাতে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহীতে বিএনপির সমাবেশ আজ॥ জনসমাবেশ ঠেকাতে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্কঃ হঠাৎ করে রাজশাহী মহানগর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। বিএনপি’র অভিযোগ জনসমাবেশ ঠেকাতে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করেছে সরকার। যদিও পরিবহন শ্রমিকদের দাবি, বৃষ্টির কারণে রোববার (২৯ সেপ্টম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হয়। তবে দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিকেলে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যেন মহাসমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য অঘোষিতভাবে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশের সবরকম প্রস্তুতি তাদের রয়েছে। এদিকে, ঝুমবৃষ্টির মধ্যে সকাল থেকে হঠাৎ করে অঘোষিতভাবে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোববার সকাল থেকে হঠাৎ করে এ বাস বন্ধ কেন জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন বা সড়ক পরিবহন গ্রুপের কোনো নেতা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন