News71.com
 Bangladesh
 26 Sep 19, 12:54 PM
 936           
 0
 26 Sep 19, 12:54 PM

আত্মসাতের ২৩ লাখ টাকাসহ অফিস সহকারী আটক ।।

আত্মসাতের ২৩ লাখ টাকাসহ অফিস সহকারী আটক ।।

নিউজ ডেস্কঃ নওগাঁয় গ্রাহকের দুই কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে, সঞ্চয় অফিসের এক সহকারীকে আটক করেছে দুদক। এ সময় তার কাছ থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদক জানায়, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় অফিসের সহকারী সাদ্দাম হোসেন ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন-এমন অভিযোগে সেখানে অভিযান চালায় দুদকের রাজশাহী কার্যালয়ের একটি তদন্তকারী দল। এ সময় অফিসটির উচ্চমান সহকারী হাছান আলীকে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটক করা হয়। তাকে জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাদ্দামকে দুর্নীতিতে সহায়তা করতেন হাছান আলী এবং উদ্ধার করা অর্থ আত্মসাতের টাকার অংশবিশেষ বলে জানায় দুদক। জব্দ করা টাকা জেলা প্রশাসকের কোষাগারে জমা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন