News71.com
 Bangladesh
 23 Sep 19, 06:41 PM
 875           
 0
 23 Sep 19, 06:41 PM

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার॥

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নয়ন সরদারকে (২৩) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। আটক হওয়া আসামি ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজার এলাকার সোহরাব হোসেন সরদারের ছেলে। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়ামবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় নয়েনের মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে সাত পিস ইয়াবা পাওয়া যায়। সন্ধ্যায় এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা নথিভুক্ত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন