bangladesh
 17 Sep 19, 11:16 AM
 94             0

বগুড়া-২ আসনের সংসদ সদস্যকে দুদকের নোটিশ॥

বগুড়া-২ আসনের সংসদ সদস্যকে দুদকের নোটিশ॥

নিউজ ডেস্কঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল আলম জিন্নাহর কাছে সম্পদ বিবরণী জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল আলম জিন্নাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অবৈধপন্থা অবলম্বনের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি (জিন্নাহ) নিজ নামে/বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')