News71.com
 Bangladesh
 10 Sep 19, 10:54 PM
 884           
 0
 10 Sep 19, 10:54 PM

রাজশাহীতে লুট হওয়া মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার॥

রাজশাহীতে লুট হওয়া মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ রাজশাহীতে লুট হওয়া মালামালসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক চার ডাকাত সদস্যরা হলেন- মহানগরের রাজপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে নুরু (২১), রাজপাড়ার চণ্ডিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুবেল ইসলাম (২৫), মহানগরের দাশপুকুর ব্যাংক কলোনি এলাকার মশিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে মনির (২৩) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া এলাকার শাহজাহান আলীর ছেলে টিপু সুলতান (২৫)।

রাজশাহী মেট্রপলিটন পুলিশ সুত্র জানায়, মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট করা নগদ এক লাখ ১৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বিকেলে আদালতের সোপর্দের পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পঠানো হয়। আর এম পি’র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান এ ঘটনায় অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন