নিউজ ডেস্কঃ বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন খালপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগরের কাউনিয়া থানা পুলিশ এই সফল অভিযান চালিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম সরদার (৪৯) এবং তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮)। বরিশাল নগরীর রূপাতলী ডা. মনির সড়কের জাহানারা মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় তারা বসবাস করে আসছিলেন।