News71.com
 Bangladesh
 29 Jun 19, 12:50 PM
 1024           
 0
 29 Jun 19, 12:50 PM

সাতক্ষীরায় পাটক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার ।।

সাতক্ষীরায় পাটক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা তালা উপজেলার বারার বিলের একটি পাটক্ষেত থেকে পুষ্প রাণী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ইসলামকাটির মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী। আজ শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।নিহতের পারিবার ও পুলিশ জানায়, গত ২০ জুন পুষ্প রাণী বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় তার পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে তার ছেলে মহাদেব ২২ জুন তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে আজ দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন বারার বিলের কেচমত দফতরির পাটক্ষেতের পাশে ঘাস কাটতে গেলে পঁচা গন্ধ টের পান। এসময় পঁচা ও নগ্ন একটি মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তালা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিবস্ত্র গলিত ঐ লাশ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ ইসলামকাটি গ্রামের মৃত মনোরঞ্জন দাসের স্ত্রীর লাশ হিসাবে তার পরিচয় সনাক্ত করে। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ এএসপি (তালা সার্কেল) হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে পুষ্প রাণীর লাশ উদ্ধার করেন। তারা জানান, সম্ভবত ধর্ষণের পর হত্যা করে পাটক্ষেতে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অচিরেই হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন