News71.com
 Bangladesh
 24 Jun 19, 10:32 PM
 906           
 0
 24 Jun 19, 10:32 PM

বগুড়ায় ঋণের টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা।।

বগুড়ায় ঋণের টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরের হাপুনিয়া গোরস্তান পাড়া গ্রামে ঋনের টাকা পরিশোধ করতে না পেরে গতকাল রোববার রাতে ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন গ্যাদা (৪০) নামের এক অসুস্থ কৃষক আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের হাপুনিয়া গোরস্তান পাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আনোয়ার হোসেন গ্যাদা বেশ কিছু ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকায় কোনো কাজ করতে পারছিল না।

এদিকে নিজের যা সম্বল ছিল চিকিৎসার জন্য সেটিও খরচ করে ফেলে। সুস্থ না হওয়ার কারণে প্রতিবেশী বেশকিছু লোকের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা ঋণ করে। ওই টাকার জন্য কেউ চাপ না দিলেও পরিশোধ করতে না পেরে নিজের মনের কাছে ছোট হয়ে থাকে। সেই ক্ষোভে গতকাল রোববার রাতের যে কোনো সময় নিজ ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন