Bangladesh
 19 May 19, 07:12 PM
 203             0

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র নিহত

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেল। গত ১৬ মে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে আজ ১৯ মে রবিবার সকালে সে মারা যায়। নিহতের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মহিলাসহ ৫ জনকে আটক করেছে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রেজাউল করিম (৪৮), আব্দুস সামাদের ছেলে আমিরুল ইসলাম (৪০), আমিরুল ইসলামের ছেলে মো. সৈকত ইসলাম (১৭), সাবু মন্ডলের স্ত্রী মোছা. কোহিনুর বেগম (৩৫), আবেদ আলী মন্ডলের স্ত্রী মেরিনা বেগমকে (৪০) আটক করে। বগুড়ার সোনাতলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনার প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')