News71.com
 Bangladesh
 18 May 19, 07:08 PM
 980           
 0
 18 May 19, 07:08 PM

একযুগ থেকে স্কুল ভবন দখল করে গৃহস্থের বাস॥

একযুগ থেকে স্কুল ভবন দখল করে গৃহস্থের বাস॥

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়ায় দামকুরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও গ্রামবাসীরা। আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৯৯০ সালে স্থানীয় কয়েকজন হিতৈষীর সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। শুরু হয় শিক্ষাদান কার্যক্রম। পরে সরকার স্কুলের ভবন নির্মাণ করে দেয়। কিন্তু নিয়োগ বিষয়ে বনিবনা না হওয়ায় প্রতিষ্ঠাতা সদস্য হারান মোল্লা বাগড়া দেন। যথারীতি তিনি জমি ফেরত চেয়ে মামলা ঠুকে দেন। বর্তমানে মামলাটি চলমান। তার মৃত্যুর পর ছেলে ওবাদুর ২০০৬ সালে স্কুলটি দখল করে সপরিবারে ওই স্কুল ভবনে বসবাস শুরু করেন। এখন পর্যন্ত দখলমুক্ত না হওয়ায় বন্ধ রয়েছে বিদ্যালয়টির সকল কার্যক্রম।

সম্প্রতি গ্রামবাসী এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শরণাপন্ন হলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল হাসান জানান, বিষয়টি জানার পর সরেজমিন পরিদর্শন করেছি। রাজনৈতিক ভাবে সমাধান না হলে আমরা কিছু করতে পারব না। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান জানান, দামকুড়ি গ্রামের সবাই শিক্ষার পরিবেশ চায়, স্কুল দখলমুক্ত চায়। স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় দূরদূরান্তের স্কুলে গিয়ে শিশুদের পড়তে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন