News71.com
 Bangladesh
 15 May 19, 07:11 AM
 970           
 0
 15 May 19, 07:11 AM

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমন্তাপুরে ইঞ্জিনচালিত একটি নসিমন দুর্ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কাঁঠাল-নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩১), আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৯) ও মোন্তাজ আলীর ছেলে মোজাফফর হোসেন।

আহত আটজনের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পাঁচজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ ভর্তি করা হয়েছে। হতাহতরা কৃষক ও শ্রমিক। গোমস্তাপুর থানার পরিদর্শক জসিম উদ্দিন জানান, উপজেলার পিরাসন এলাকা থেকে ধান কাটা শেষে নসিমনে তারা বাড়ি ফিরছিলেন। পথ কাঁঠাল-নিমতলা এলাকায় নসিমনটি সড়কের ধারে নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন