
 
					
					  					  
					  				  
				  নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।প এ সময় ১০/১৫টি মোটরসাইকেল ও শতাধিক চেয়ার ভেঙে তছনছ করা হয়। এছাড়াও হামলার সময় এলাকার ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানান, বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদের পাশে ওয়ার্ড বিএনপির কর্মীসভা শুরু হয়। সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ দলের এক শীর্ষ নেতার নেতৃত্বে কয়েকশ কর্মী মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়। যাদের অধিকাংশই ছিল হেলমেট পরিহিত। হাতে লোহার রড, লাঠি, বাঁশ নিয়ে স্লোগান দিয়ে তারা কর্মীসভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তাদের বেধড়ক লাঠিচার্জ, লোহার রডের আঘাতে শতাধিক কর্মী আহত হন। হামলাকারীদের অনেকেই কর্মীসভা লক্ষ্য করে ইটপাটকেল ও পাথরের টুকরা নিক্ষেপ করে। তারা সভার মঞ্চ, চেয়ার টেবিল, মাইক ভেঙে ফেলে। এরপর সভাস্থলের সামনের রাস্তায় রাখা অন্তত ৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। অনেকগুলো ড্রেনে ফেলে দেয়। রাস্তার পাশের অনেক দোকানপাট ভাঙচুর এবং টাকা পয়সা লুটপাট করা হয়। আহত বিএনপির কর্মীদের নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।