News71.com
 Bangladesh
 16 Jun 22, 07:55 PM
 1065           
 0
 16 Jun 22, 07:55 PM

মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা সুন্দরবনে।।

মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা সুন্দরবনে।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। মোংলা উপকূলের প্রায় অর্ধেক জেলেই অনিবন্ধিত, তাই সরকারি সহায়তা মিলছে না তাদের। শিগগিরই অনিবন্ধিত জেলেদের সহায়তার আওতায় আনার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। সুনশান নীরব জেলেপল্লী। নেই কোনো কর্মচাঞ্চল্য। বেশিরভাগ জেলেই এখন বেকার। সুন্দরবনের নদী ও খালে তিন মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। বিকল্প কোনো পেশা না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অনিবন্ধিত জেলেরা।

অনেকে জীবিকার অভাবে নদীতে পোনা মাছ ধরছেন। কিন্তু তাতেও সংসার চলছে না তাদের। সরকারি সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের জন্যও সুযোগ চান তারা। জেলেরা বলেন, ‘আমাদের বেঁচে থাকার একমাত্র মাধ্যম এ সুন্দরবন। এর আগে ৮ মাস আমরা প্রায় কাজ ছাড়া ছিলাম। এখন আবার যুক্ত হলো তিন মাস। সরকারকে বলব, আমাদের দিকটাও একটু দেখুন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন