
 
					
					  					  
					  				  
				  নিউজ ডেস্কঃ নড়াইলে ১১ কেভি লাইন স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সুজন খান (২০) নামে আরও একজন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের মহিষখোলায় ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। জহুরুলের বাড়ি যশোর শহরের কাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে। আহত সুজন নড়াইল সদর উপজেলার জুড়ালিয়া গ্রামের জাকির খানের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওজোপাডিকো নড়াইল পৌর এলাকায় ১১ কেভি সংযোগ লাইন পুনঃস্থাপন কাজ চলছে। শুক্রবার সকালে কয়েক ঘণ্টা বিদুৎ সংযোগ বন্ধ রেখে নতুন খুঁটিতে তার স্থাপন করা হয়। পরে বিকালে ওই কর্মীরা সংযোগ তার সঠিকভাবে স্থাপন করতে উপরে উঠলে মাথার উপরে থাকা ৩৩ কেভি তারে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ শ্রমিক সোহান বলেন, নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় আমরা কাজ করছিলাম। হঠাৎ করে বিদ্যুতের লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইলম্যান জহুরুল নিচে পড়ে ঘটনাস্থালেই মারা যায়। আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।