
 
					
					  					  
					  				  
				  নিউজ ডেস্কঃ খুলনায় সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত একটি কক্ষ থেকে একটি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে মহানগরের দৌলতপুরের পাবলার বণিকপাড়া মৌচাক টাওয়ার এলাকায় থেকে এসব উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি অচল রিভলবার, ১১ রাউন্ড ড্যাম গুলি ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রিভলবরটি অনেক পুরাতন, মরিচা পড়েছে। ছাত্রাবাসে দুজন ছাত্র থাকে। বোমা সদৃশ বস্তুটির ব্যাপারে জানতে র্যাবের বোমা বিশেষজ্ঞদের জানানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।