
 
					
					  					  
					  				  
				  নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭৯৫৯টি ওষুধসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালীর একটি টিম জয়খালী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের ৭৯৫৯টি ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়, যার মূল্য প্রায় তিন লাখ ৭০ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগরের চিংড়াখালী গ্রামের মো. নুর মোহাম্মদ গাজীর ছেলে মো. আজমির হোসেন (২৮) এবং পরানপুর গ্রামের মো. দাউদ শেখের ছেলে সাকিব (১৪)। পরে জব্দকৃত ওষুধসহ আটক দু’জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।