News71.com
 Bangladesh
 06 Aug 21, 10:02 PM
 525           
 0
 06 Aug 21, 10:02 PM

খুলনার ৩ হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু॥

খুলনার ৩ হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ  খুলনার ২টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ৮ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন,   শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন। এর আগে বৃহস্পতিবার (০৫ আগস্ট) খুলনার ৪ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার সোনাডাঙ্গার কাজী নাজির উদ্দিন (৬৭), সদরের নুরজাহান(৭৮), যশোরের অভয়নগরের রহমত আলী (৬৫), খুলনা সদরের শামসুর রহমান (৫৫) ও যশোরের রূপা (৩১)। জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি। বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের দেলোয়ার হোসেন (৫২) নামের এক রোগী মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন