News71.com
 Bangladesh
 08 Jun 21, 11:39 PM
 570           
 0
 08 Jun 21, 11:39 PM

মোংলায় বাণিজ্যিক জাহাজ নোঙরে ৭০ বছরে নতুন রেকর্ড।।

মোংলায় বাণিজ্যিক জাহাজ নোঙরে ৭০ বছরে নতুন রেকর্ড।।

নিউজ ডেস্কঃ আমদানি-রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় লাইফ লাইন দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সামুদ্রিক বন্দর মোংলায় ৭০ বছরের মধ্যে বাণিজ্যিক জাহাজ আগমনে সব রেকর্ড ভেঙে দিয়েছে। করোনা মহামারির মধ্যেও চলতি অর্থ বছরের ১ মাস বাকি থাকতেই অতীতের সব রেকর্ড ভেঙে ৯১৩টি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে এই বন্দরে। আর মাত্র ৮৭টি জাহাজ ভিড়লেই এক হাজার জাহাজ নোঙর করে নতুন মাইলফলক স্পর্শ করবে মোংলা বন্দর। মোংলা বন্দরের ৭০ বছরের মধ্যে বাণিজ্যিক জাহাজ আগমনে সব রেকর্ড ভাঙার পাশাপাশি পন্য ওঠানাম ও রাজস্ব আদায়েও রেকর্ড সৃষ্টি হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

 

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সামুদ্রিক বন্দরটি হচ্ছে বিশ্বের একমাত্র সামুদ্রিক বন্দর, যে বন্দরের সাথে এখনো নেই কোনো রেল যোগাযোগ। এমনকি রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এই বন্দরটি ব্যবহার করতে পদ্মা নদী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উচু কনটেইনারগুলো লড়িতে করে ফেরী পারাপারে ঝুঁকি নিতে চায় না আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। এই অবস্থায় মোংলা বন্দর ব্যবহার করতে উৎসাহ হারিয়ে ফেলে আমদানি-রপ্তানিকারকরা। এমন অবস্থায়ও প্রাণঘাতি করোনা মহামারির মধ্যে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে, ঠিক সেই সময় উল্টো চিত্রের দেখা মিলেছে মোংলায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন