News71.com
 Bangladesh
 16 Jun 20, 06:41 PM
 833           
 0
 16 Jun 20, 06:41 PM

যশোরে কলেজছাত্র নির্যাতনের দায়ে চার পুলিশ সদস্য ক্লোজড॥

যশোরে কলেজছাত্র নির্যাতনের দায়ে চার পুলিশ সদস্য ক্লোজড॥

নিউজ ডেস্কঃ যশোরে কলেজছাত্র নির্যাতনের অভিযোগ ওঠা সাজিয়ালি পুলিশ ক্যাম্পের সেই চার পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।গত রোববার (১৪ জুন) এক অফিস আদেশে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেন- ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমারেশ কুমার সাহা, এএসআই সাজদার রহমান ও কনস্টেবল ফারুক হোসেন। এসপি বলেন, তদন্তে নির্যাতনের প্রমাণ মেলেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মস্থল ত্যাগ ও সাদা পোশাকে অভিযান পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে ভুক্তভোগী কলেজছাত্র আহত ইমরানের অভিযোগ, ৩ জুন সন্ধ্যায় তিনি সলুয়া বাজার এলাকা থেকে এক সঙ্গীসহ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে সাজিয়ালি ফাঁড়ির পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে। এ সময় ভয়ে ইমরান দৌড় দিলে পুলিশ সদস্যরা তাকে ধরে বেধড়ক মারধর করে। পরে ইমরান জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে নিজেকে একটি ফার্মেসিতে দেখতে পান তিনি। এ সময় পুলিশ পকেটে গাঁজা দিয়ে তার বাবার কাছে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করেন। পরে ছয় হাজার টাকায় ছেড়ে দেয়া হয়। পরে বৃহস্পতিবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। এরপর বেসরকারি কুইন্স হসপিটালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন