News71.com
 Bangladesh
 09 Mar 20, 01:31 PM
 748           
 0
 09 Mar 20, 01:31 PM

খুলনা মেডিকেল কলেজে প্রস্তুত হচ্ছে ১০০ শয্যার করোনা ইউনিট॥

খুলনা মেডিকেল কলেজে প্রস্তুত হচ্ছে ১০০ শয্যার করোনা ইউনিট॥

নিউজ ডেস্কঃ খুলনায় পৃথকভাবে ১০০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হচ্ছে। করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইন (আলাদাভাবে) চিকিৎসায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসিইউ ভবনকে বেছে নেওয়া হয়েছে। এখানেই চলছে করোনা ইউনিট করার প্রস্তুতি।ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় দুইশ’ শয্যা স্থাপনের ব্যবস্থা থাকছে। প্রাথমিকভাবে ১০০ শয্যা রাখা হচ্ছে। রবিবার (৮ মার্চ) প্রথম দিনে ৫০টি শয্যা প্রস্তুত করা হয়। পাশাপাশি ১৬টি কেবিন করারও প্রস্তুতি চলছে।খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘আক্রান্তদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালের কাছাকাছি আইসিও ভবনে করোনা ইউনিট স্থাপন কাজ শুরু হয়েছে। এছাড়া ভাইরাসের নমুনা সংগ্রহ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও বিশেষায়িত হাসপাতালের জন্য ৪০ রকমের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হবে। নির্দেশনা পাওয়ার পর ওষুধ, লোকবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে আলোচনা হয়েছে।’জানা যায়, চীনে করোনার প্রাদুর্ভাব বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ কারণে দেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হাসপাতালের এইচপিএনএসপি খাত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে বলা হয়েছে। করোনা প্রতিরোধে জেলা প্রশাসককে সভাপতি করে ১১ সদস্যের জেলা কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১০ সদস্যের উপজেলা তদারকি কমিটি করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কমিটিতে উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন