News71.com
 Bangladesh
 26 Dec 19, 10:34 AM
 1099           
 0
 26 Dec 19, 10:34 AM

চলমান শৈত্যপ্রবাহে খুলনায় জনজীবন বিপর্যস্ত॥বাড়ছে মৃত্যু হার, বিপাকে শ্রমজীবী মানুষ  

চলমান শৈত্যপ্রবাহে খুলনায় জনজীবন বিপর্যস্ত॥বাড়ছে মৃত্যু হার, বিপাকে শ্রমজীবী মানুষ   

মিথুন কুমারঃ চলমান শৈত্যপ্রবাহে খুলনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই দিনের বেশির ভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা রয়েছে খুলনাসহ দেশের বেশির ভাগ এলাকা। শীতের তীব্রতা বৃদ্ধির কারণে কর্মজীবী, শ্রমজীবী, দরিদ্র ও নিম্নআয়ের মানুষগুলোর দুর্ভোগও বেড়েছে। পাশাপাশি শীতবস্ত্রের সংকটে কষ্টে দিনাতিপাত করছে ছিন্নমূল ও হতদরিদ্ররা। সব থেকে সমস্যায় পড়েছে কর্মজীবী মানুষরা। বিশেষ করে আমন ধান চাষীরা। প্রচন্ড শীতে তারা ধান কাটা ও মাড়াই করতে বেশ সমস্যায় পড়েছে। নিম্নআয়ের মানুষরা কাজে যেতে পারছে না শীতের প্রকোপে। খুলনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষজন তীব্র শীতের কারণে রাস্তাঘাট, মাঠেময়দানে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছে।বয়স্ক মানুষের স্বাভাবিক মৃত্যু হারও বেড়েছে।

এদিকে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। আজ বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন দেখা গেছে খুলনার প্রায় সব কয়টি উপজেলায়। বিশেষ করে খুলনার বটিয়াঘাটা,ডুমুরিয়া,দাকোপ,ফুলতলা,রুপসা ও খুলনা সদরে বেশি কুয়াশাচ্ছন্ন। ৫০ মিটার দূরত্বের জিনিসও দেখা যাচ্ছে না।দুপুর গড়িয়ে পড়লে আবারও ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পুরো খুলনা। গত পাঁচ-ছয়দিন ধরেই এমন অবস্থা চলছে। খুলনার ইজিবাইক চালক লিংকন নিউজ ৭১ ডটকম"কে বলেন, শীত ও কুয়াশার কারণে গত তিনদিন ধরে গাড়ি নিয়ে সকালে বেরোতে পারিনি। শীতের দাপটে মানুষ ঘর থেকেই বের হচ্ছে না। রাস্তাঘাটে লোকজন খুব কম পেয়েছি। এ কারণে সহসাই যাত্রীর দেখা মিলছে না। আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে এমন শৈত্যপ্রবাহ আরো দুই থেকে তিন দিন থাকতে পারে। তাছাড়া দুই একদিনের ভিতর গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে তাপমাত্রা কমতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন