News71.com
 Bangladesh
 17 Nov 19, 06:51 PM
 815           
 0
 17 Nov 19, 06:51 PM

মেহেরপুরের বাজারে উঠল নতুন পেঁয়াজ॥পড়তে শুরু করেছে দাম

মেহেরপুরের বাজারে উঠল নতুন পেঁয়াজ॥পড়তে শুরু করেছে দাম

নিউজ ডেস্কঃ মেহেরপুরের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। বাজারে নতুন পেঁয়াজ ওঠায় খুশি ক্রেতারা। নতুন পেঁয়াজ আসায় বর্তমানে বড় বাজার পাইকারি আড়তে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। তবে বাজারে এখনও প্রচুর পুরাতন পেঁয়াজ মজুদ রয়েছে। এরআগে, শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে মেহেরপুরের বাজারে ২৪০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছিলো। বিকেলে গাংনী বাজারে মনিটারিং দল ঢুকতেই সঙ্গে সঙ্গে ২০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করে খুচরা ব্যবসায়ীরা। মেহেরপুর আড়ত ব্যবসায়ী খোকন জানান, পুরাতন পেঁয়াজ পাইকারি বাজারে ২৩০ টাকা কেজির জায়গায় বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা দরে। এরসঙ্গে নতুন মৌসুমের পাতাওয়ালা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি হিসেবে প্রতি পাল্লা (৫ কেজি) ৭৫০ টাকায়। তিনি বলেন, নতুন পেঁয়াজ বাজারে আসায় অধিকাংশ ক্রেতাই সেই পেঁয়াজই কিনছে। তবে পাতার পরিমাণ বেশি এবং পেঁয়াজ গুটি ছোট থাকায় একেবারে পেঁয়াজ নির্ভর খাদ্যপণ্য তৈরি রান্নার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে পুরাতন পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন