News71.com
 Bangladesh
 18 May 19, 08:22 PM
 878           
 0
 18 May 19, 08:22 PM

যশোর ও মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

যশোর ও মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় এক শিক্ষক এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক শিপ ইয়ার্ড শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ শনিবার সকালে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত হন এই দুজন। আজ সকালে ঝিকরগাছা উপজেলার দোশতিনা গ্রামে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাপস কুমার সরকার (৪২)। তিনি উপজেলার মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নিহত তাপস কুমার সরকারের প্রতিবেশী জয়দেব কুন্ডু জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে তাপস কুমার সরকার বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির পাশের পুকুরে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সকাল দশটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নামজুল হাসান তুহিন তাঁকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে সকাল আটটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় শিপ ইয়ার্ড শ্রমিক স্বপন মিয়া (৩০) মারা যায়। তিনি সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের একটি শিপ ইয়ার্ডে খণ্ডকালীন কর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মিয়া সকালে শিপ ইয়ার্ডে কাজ করছিলেন। কাজ করতে করতে ঝালাই কাজে ব্যবহৃত মেশিন শিপের নিচে পড়ে যায়। নিচে থেকে মেশিন তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বপন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. লিয়াকত আলী জানান, হাসপাতালে আনার আগেই স্বপন মিয়ার মৃত্যু হয়েছে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন