News71.com
 Bangladesh
 09 May 19, 01:09 PM
 878           
 0
 09 May 19, 01:09 PM

খুলনায় তীব্র দাবদাহে পুড়ছে মানুষ ॥ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

খুলনায় তীব্র দাবদাহে পুড়ছে মানুষ ॥ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

দীপ্ত রায়ঃ প্রচণ্ড দাবদাহে পুড়ছে খুলনা সহ দক্ষিন পশ্চিমাঞ্চল। আর দাবদাহের সাথে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা । রোজার মাসে প্রচণ্ড এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন । অসহনীয় এই গরমে স্বাভাবিক কাজ কর্ম করতে হাপিয়ে যাচ্ছে সাধারন মানুষ । বিশেষ করে যারা রোজা রেখেছেন । গত কয়েক দিন বাতাসে আদ্রতার ভাব বেশি থাকায় ভ্যাবসা গরম বেশি অনুভুত হয়েছে । সেই সাথে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আজ খুলনায় এ বছরের সেরা তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস । আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে ।

এদিকে প্রচণ্ড এই তাপদাহের মধ্যে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা যার কারনে জনজীবন আরও কঠিন হয়ে উঠেছে । দিনের বেলায় তাপদাহের কারনে বাসার বাইরে যাওয়ার উপক্রম নেই । দিনে যেমন রোদের খরতাপ রাতে তেমন গরম হাওয়া । ফলে অফিসগামী মানুষ ,ছাত্র ,শিক্ষক, কৃষক সকল শ্রেণির মানুষ প্রচণ্ড কষ্টে দিন যাপন করছে । আর খেটে খাওয়া মেহনতি মানুষ যেমন, রিক্সা চালক, দিন মজুরের কথা তো বলাই বাহুল্য। নিয়মিত কাজ না করলে যাদের সংসার চলে না তারা গরমকে উপেক্ষা করে কাজ করতে যেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন