নিউজ ডেস্কঃ খুলনা সদর হাসপাতালের দালাল চক্রের চারজন সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ রবিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকেরা হলেন- মো. সাকিল (৩২), মো. মিজানুর রহমান (৩৪), পরিতোষ কুমার সিকদার (৪৫) ও রেনুকা মহলদার (৩৮)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম সদর হাসপাতালের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের কাছ থেকে বিভিন্ন ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারের ৩৮৯টি কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকেরা দীর্ঘদিন যাবৎ খুলনা সদর হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।