News71.com
 Bangladesh
 02 Sep 17, 10:40 AM
 1084           
 0
 02 Sep 17, 10:40 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদ জামাত শেষে সংঘর্ষ,আহত ১৩।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদ জামাত শেষে সংঘর্ষ,আহত ১৩।।

 

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে ঈদ জামাত শেষে সংঘর্ষে ১৩জন আহত হয়েছেন। মসজিদের আম বাগানের লিজ সংক্রান্ত কিছু কথা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়নাল আবেদীন, আজিরুল ইসলাম ওসমান, মহিদুল ইসলাম, ওসমান গনি, সেলিম রেজা, হাসান আলী, সেলিম, আব্দুল গফুর, আশরাফ আলী, মতিয়ার রহমান, কায়েম আলী, ফিরোজ ও আফজাল।জানা যায়,আজ সকাল সাড়ে ৮টার দিকে হাপানিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজের খুতবা শেষে ইউপি সদস্য ইমদাদুল (আওয়ামী লীগের জিপু গ্রুপ) মসজিদের আম বাগানের লিজ সংক্রান্ত কিছু কথা উত্থাপন করেন। তখন এ বিষয়টি নিয়ে উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে জোরালো আপত্তি উঠে। ঈদগাহ ময়দানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের থামায় এবং সবাইকে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দেয়। রাস্তায় তাদের মধ্যে পুনরায় কথাকাটাকাটি ও উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়। তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১৩জন আহত হন। এলাকাবাসী জানায়,ঘটনার সময় কয়েকটি গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি জানান,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাপানিয়া গ্রামের দেলওয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এজাহার নামীয় ৬জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার নিজামউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন