News71.com
 Bangladesh
 30 Aug 17, 09:48 AM
 1021           
 0
 30 Aug 17, 09:48 AM

শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবককে তিনবার নোটিশ দিয়ে চূড়ান্ত ছাড়পত্র ।। কমিশনার আবদুস সামাদ

শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবককে তিনবার নোটিশ দিয়ে চূড়ান্ত ছাড়পত্র ।। কমিশনার আবদুস সামাদ

 

নিউজ ডেস্কঃ খুলনায় স্কুল চলাচালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ,অভিভাবকদের সচেতন করা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ধন্যবাদ পত্র বিলি করা হয়েছে। আজ বুধবার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে খুলনা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল,কলেজ ও মাদ্রাসা) প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ বলেন,যদি কোন শিক্ষার্থী ধারাবাহিকভাবে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে তাহলে তার অভিভাবককে তিনবার নোটিশ দিয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে। তিনি বলেন,শিক্ষকতা একটি মহান পেশা। এই মহান পেশাকে কেবলমাত্র অর্থ উপার্জনের স্বার্থে ব্যবহার করা যাবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অধ্যাপক টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান,র্যা ব-৬ অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম,দুদক পরিচালক ড. মোঃ আবুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন