News71.com
 Bangladesh
 24 Jul 22, 02:51 PM
 1308           
 0
 24 Jul 22, 02:51 PM

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ২২ কেজির বাঘাইড়।।

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ২২ কেজির বাঘাইড়।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় অচেল হলদারের ফাসন জালে মাছটি ধরা পড়ে।

পরে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মোট ২৩ হাজার ১০০ টাকায় কিনে নেন। এ সময় বাঘাইড় মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।  মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, মাছটি এখন প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে মোট ২৪ হাজার ২০০ টাকায় বিক্রয় করা হয়েছে। বর্তমানে পদ্মা নদীতে পানি বেশি থাকায় প্রায়ই বড় বড় রুই, কাতল, সিলভার, আইড়, বাঘাইড়, বোয়াল, চিতল, ইলিশ ধরা পড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন