News71.com
 Bangladesh
 29 Apr 21, 08:55 PM
 502           
 0
 29 Apr 21, 08:55 PM

গণপরিবহণের ৬০০ শ্রমিককে ত্রাণ দিলেন গাজীপুরের জেলা প্রশাসক।।

গণপরিবহণের ৬০০ শ্রমিককে ত্রাণ দিলেন গাজীপুরের জেলা প্রশাসক।।

নিউজ ডেস্কঃ লকডাউনে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গাজীপুর জেলা শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৬০০ গণপরিবহন শ্রমিকদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেককে আট কেজি চাউল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, এক লিটার তেল ও দুই কেজি লবণ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, রাণী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিনা বেগম এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন